এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)
বর্তমান যুগে ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বাস্তবতাকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে আলহুদা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা এন্ড কিন্ডারগার্টেন একাডেমি। এটি একটি ব্যতিক্রমধর্মী ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দ্বীনি মূল্যবোধ, নৈতিকতা ও আধুনিক জ্ঞানের সুষম সমন্বয়ের মাধ্যমে ছাত্রীদের গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়।এই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো—ইসলামের সঠিক আকিদা ও আমলের আলোকে এমন আলোকিত নারী গড়ে তোলা, যারা কুরআন-সুন্নাহর জ্ঞানসম্পন্ন হওয়ার পাশাপাশি আধুনিক সমাজে একজন আদর্শ মানুষ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। এখানে শিক্ষা প্রদান করা হয় অত্যন্ত যত্নসহকারে, অভিজ্ঞ ও যোগ্য শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে।
শিক্ষা কার্যক্রম ও বিভাগসমূহ আলহুদা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা এন্ড কিন্ডারগার্টেন একাডেমিতে ধাপে ধাপে সুপরিকল্পিত শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। প্রতিটি বিভাগে মানসম্মত পাঠদান ও ছাত্রীদের সার্বিক উন্নয়নের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।এই বিভাগে ছোট শিশুদের কুরআনের প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষ্যে নূরানী পদ্ধতিতে শিক্ষা প্রদান করা হয়। এখানে সহিহ উচ্চারণে কুরআন পাঠ, প্রাথমিক দোয়া, মাসনুন আমল ও ইসলামী আদব-কায়দা শিক্ষা দেওয়া হয়।এই বিভাগে কুরআন মাজীদ শুদ্ধভাবে, তাজবীদ সহকারে পাঠ করানো হয়। আধুনিক শিক্ষা পদ্ধতি ও নিয়মিত মূল্যায়নের মাধ্যমে ছাত্রীদের কুরআন পাঠে দক্ষ করে গড়ে তোলা হয়।
৩. আন্তর্জাতিক মানসম্পন্ন হেফজ বিভাগ:
এই বিভাগে আন্তর্জাতিক মান বজায় রেখে সম্পূর্ণ কুরআন হেফজ করানো হয়। এখানে নিয়মিত সবক প্রদান, পুনরাবৃত্তি, তাজবীদের প্রতি বিশেষ নজর এবং ছাত্রীদের মানসিক ও নৈতিক যত্ন নেওয়া হয়। অভিজ্ঞ হাফেজা ও আলেমাদের তত্ত্বাবধানে এই বিভাগ পরিচালিত হয়।প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ধাপে ধাপে দাওরায়ে হাদিস পর্যন্ত পাঠদানের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে একজন ছাত্রী পূর্ণাঙ্গ আলেমা হিসেবে গড়ে উঠতে পারে।এই প্রতিষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন।পরিচালক: মাওলানা রায়হান কবির এবং মুহতারাম: মাওলানা রুহুল আমিন মাহমুদী।তাঁদের দূরদর্শী নেতৃত্ব, দ্বীনি চিন্তাধারা ও শিক্ষা-দর্শনের ফলে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই এলাকায় সুনাম অর্জন করেছে। তাঁরা ছাত্রীদের শিক্ষা, চরিত্র গঠন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সদা সচেষ্ট।আলহুদা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা এন্ড কিন্ডারগার্টেন একাডেমিতে একটি সুশৃঙ্খল, নিরাপদ ও মনোরম পরিবেশ নিশ্চিত করা হয়েছে। এখানে ধর্মীয় অনুশাসনের প্রতি পূর্ণ সম্মান রেখে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। ছাত্রীদের নৈতিকতা, শালীনতা ও ইসলামী আদর্শের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সহজ যোগাযোগ ব্যবস্থা ও নিরিবিলি পরিবেশ প্রতিষ্ঠানটিকে শিক্ষার জন্য বিশেষভাবে উপযোগী করে তুলেছে।সবশেষে বলা যায়, আলহুদা ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা এন্ড কিন্ডারগার্টেন একাডেমি এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একজন আদর্শ, সচেতন ও নৈতিক নারী গড়ে তোলার বাস্তব প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যারা কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের ভবিষ্যৎ গড়তে আগ্রহী, তাদের জন্য এই প্রতিষ্ঠান একটি বিশ্বস্ত ও উপযোগী শিক্ষাকেন্দ্র।প্রতিষ্ঠানটি অবস্থিত—
ফিল্ড মার্কেটের পশ্চিম দিকে,নিয়ামতপুর, নওগাঁ।




