এম মনিরুজ্জামান, পাবনা:
উপজেলা স্কুল মাদ্রাসা কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে, জাতীয় শীতকালীন স্কুল মাদ্রাসা কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পাবনার সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক আক্তারুজ্জামান জর্জের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন, নাজিরগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন, সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ। শেষে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।




