সাহারুল ইসলাম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি”
দিনাজপুরের ঘোড়াঘাটে নোংরা পোশাকে ঘুরে বেড়ানো পরিচয়বিহীন মানসিক ভারসাম্যহীন এক যুবকের পাশে দাঁড়ালেন ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন। ব্যক্তিগত উদ্যোগে রাস্তায় ঘুরে বেড়ানো এক মানসিক ভারসাম্যহীন যুবককে ডেকে এনে গোসল করিয়ে দেওয়া সহ পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন পোশাক ও শীতবস্ত্র উপহার দিয়েছেন। এসময় তিনি (চেয়ারম্যান) মানসিক ভারসাম্য ওই যুবককে জ্যাকেট, গেঞ্জি, প্যান্ট ও জুতা উপহারসহ নগদ অর্থ উপহার দেন। ওই যুবক গত কয়েকদিন ধরে উপজেলা রানীগঞ্জ বাজারের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। চেয়ারম্যানের মানবিক উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন। এর আগে গত মাসে সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন তিনি ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় ১০ জন বাক-প্রতিবন্ধীকে শীতের প্রকোপ থেকে বাঁচাতে শীতবস্ত্র জ্যাকেট প্রদান করেছেন। এ বিষয়ে সিংড়া চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন বলেন, মানসিক শান্তি থেকেই মানসিক ভারসাম্যহীনদের পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরাও আমাদের মতো সমাজেরই অংশ। সকলের মতো তাঁদেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। এজন্য সাধ্যমত তাদের পাশে থাকার চেষ্টা করছি।
সাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ ৬-১-২৬




