এম মনিরুজ্জামান, পাবনা: রুচিশীল, আরামদায়ক ও আভিজাত্য এবং স্টাইলিশ পোশাকের সমাহার নিয়ে এসেছে AZLON (আজলন) শো-রুম। শো- রুমটিতে শিশু, নারী ও পুরুষদের বিভিন্ন কোয়ালিটির পোশাকের জন্য আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
রোববার সকালে পাবনার সুজানগর পৌর শহরের প্রাণকেন্দ্র (ব্যাংক পাড়া) নামে পরিচিত এস এস প্লাজায় এই শো-রুমের দোয়া মাহফিল শেষে ফিতা কেটে উদ্বোধন করা হয়।
শো-রুমের উদ্বোধন করেন,শো রুমের স্বত্বাধিকারী রাকিবুল হাসান জাদু’র পিতা আলহাজ্ব রইচ উদ্দিন মৃধা।।এ সময় বিশিষ্ট ব্যবসায়ী ইউনুস আলী,মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাজাহান আলী মন্ডল,এস এস প্লাজার মালিক আব্দুস সোবহান, সাংবাদিক এম মনিরুজ্জামান, আব্দুল আলীম রিপন, মঞ্জুর রহমান ও আজলন শো-রুমের স্বত্বাধিকারী রাকিবুল হাসান জাদু সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাকিবুল হাসান জাদু জানান, আজলন শো-রুমে সকল শ্রেণীর
শিশু, নারী ও পুরুষদের রুচিশীল, গুণগতমান ও আরামদায়ক এবং স্টাইলিশ পোশাকের চিন্তা করেই এই শো-রুমের উদ্বোধন করা হয়েছে।
সব শ্রেণীর মানুষের রুচিশীল পোশাকের জন্য একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে আজলন শো-রুমের পথচলা শুরু হলো। সবাইকে আজলন শো-রুমের আসার আহবান জানিয়ে তিনি আরো বলেন,এখন থেকে সব ধরনের পোশাক কেনার জন্য সবাই এই শো-রুমে আসতে পারবেন এবং গুণগতমান ও রুচিশীল পোশাক কিনতে পারবেন।




