মোঃ মাসুদ ফারুক বাবলু বগুড়া
বগুড়া জেলার ধুনট থানা পুলিশ কর্তৃক নির্বাচনকে সামনে রেখে এস আই আমজাদ এর নেতৃত্বে অদ্য রোববার ১৪/১২/২৫ ইং তারিখে একটি তল্লাশি অভিযান পরিচালনার দায়িত্ব পালন করেন ধুনট হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায়। অনেক সময় দেখা যায়, সামনে নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অপ্রিতিকর ঘটনা ঘটে, অস্ত্র,মাদক পাচার কারবারিদের অপ তৎপরতা বেড়ে গিয়ে আইন শৃঙ্খলা অবনতি হয় । মূলতঃ এ সংক্রান্ত বিষয়ে প্রতিরোধ করার পাশাপাশি দেশের ভাবমূর্তি ঠিক রাখতে প্রশাসনের নজরদারি বৃদ্ধি করে বিভিন্ন স্থানে এ ধরনের তল্লাশি অভিযান পরিচালনা করে আসছে বলে জানা যায়। এবিষয়ে বগুড়া জেলার ধুনট থানার এস আই আমজাদ বলেন, অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালান, অপ্রিতিকর ঘটনা প্রতিরোধ করতে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই ধরনের তল্লাশি অভিযান পরিচালনা করে আসছি । এবিষয়ে ধুনট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জনাব মোঃ আতিক বলেন,নিজ নিজ এলাকায় জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সহ,সকল প্রকার আইন শৃঙ্খলা অবনতি রোধকল্পে আমাদের এই ধরনের তল্লাশি অভিযান আগামী জাতীয় সংসদ নির্বাচন পূর্ব পর্যন্ত চলবে বলে জানিয়েছেন। জনকল্যাণে পুলিশ তার নিজ দায়িত্বে কাজ করছে জেনে সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরে এসেছে।




