
সফিকুল ইসলাম | বাঞ্ছারামপুর
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা। স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভুঁইয়া। এ সময় বক্তব্য দেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াসিন এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম. এ. করিম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার - বীর মুক্তিযোদ্ধা মোহর আলী , এম. রফিকুল ইসলাম , আবুল খায়ের খালেক , আবুল হাসেম , আ. রাজ্জাক , আ. সালাম , আ. ওয়াদুদ , সেলিম পাশা , মো. ইসমাইল, এবং আ. খালেক কমান্ডার। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা, তাঁদের পরিবার ও দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে সম্মাননাসূচক উপহার তুলে দেওয়া হয়।এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা চত্বরে আয়োজিত বিজয় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির উদ্দীন ও সাধারণ সম্পাদক শামীম শিবলী, ক্রীড়া সাংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক সফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক নবাব আগা শামীম, ও সাংবাদিক আলী আহম্মেদ।