

সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে বাঞ্ছারামপুর মডেল থানার এসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার আছাদনগর টু কাঁটাখালী সড়কে নূর মোহাম্মদের সিমেন্ট গোডাউনের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ নাজির ওরফে নাছির শেখ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে অবৈধ মাদকদ্রব্য ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।