

এম মনিরুজ্জামান, পাবনা : সুজানগর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেলে পাবনার সুজানগর
পৌর এলাকার বিভিন্ন ড্রেন ও ভবনের পাশে মশা মারার ঔষধ স্প্রে করার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন, পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।
এ সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক রাশেদুল ইসলাম বাবু মন্ডল, জামায়াত নেতা ও সাবেক পৌর কাউন্সিলর হাবিবুল্লাহ, পৌরসভার সাবেক কাউন্সিলর আনিছুর রহমান খোকন, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, পৌরসভার কঞ্জারভেন্সী ইনস্পেক্টর হাসান উদ্দিন, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আরিফ বিল্লাহ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির উপর গুরুত্বারোপ করে এ সময় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, এডিস মশার আবাসস্থল হিসেবে পরিচিত পানি জমে থাকার পাত্রগুলো ও ফুলের টব পরিষ্কার রাখতে হবে। সামাজিকভাবে ছোট-বড় সকলে সচেতন হলেই ডেঙ্গুর মত মহামারী থেকে আমরা রক্ষা পেতে পারি। এ সময় তিনি ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় বাড়ির উঠান,আঙ্গিনা, ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর প্রতি আহবান জানান। পরে তিনি ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন।