
হারুন অর রশিদ,
স্টাফ রিপোর্টার :
বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে জয়পুরহাটের ক্ষেতলালে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ক্ষেতলাল থানা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনসমূহ যৌথভাবে আজ (বুধবার) বাদ আসর এই মহতী অনুষ্ঠানের আয়োজন করে।এই দোয়া মাহফিলের মূল উদ্দেশ্য ছিল মহান আল্লাহ তায়ালার দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা। এক আবেগঘন পরিবেশে মোনাজাত পরিচালনা করা হয়, যেখানে হাজারো নেতাকর্মী ও ধর্মপ্রাণ মানুষ মহান নেত্রীর দ্রুত আরোগ্য লাভের জন্য চোখের পানি ফেলে প্রার্থনা করেন। মোনাজাতে বেগম জিয়ার পাশাপাশি দেশের সার্বিক মঙ্গল, শান্তি ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্যও বিশেষ দোয়া করা হয়।
উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। তাঁর উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা যোগায়। প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে আন্তরিক দোয়া চান। তিনি দৃঢ়তার সাথে বলেন,"দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এলে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে। তিনি আপোষহীন নেত্রী, তাঁর সুস্থতাই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অপরিহার্য।"