
আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
রায়পুর উপজেলার ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৫ নভেম্বর) বিকেল ৪টায় শেখ পাড় দঃ পূঃ চরকাচিয়া এস কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে এই সভার আয়োজন করা হয়। ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খোকন শেখ এর সভাপতিত্বে এবং ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহাগ এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-০২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।প্রধান বক্তা ছিলেন উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, বিশেষ বক্তা রায়পুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল, এডভোকেট খায়ের আলম,রায়পুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাষ্টার আলহাজ্ব মোবারক আলী,০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ হাওলাদার, সাধারণ সম্পাদক গাজী আমিনুল আজিজ বাদশা, সাংগঠনিক সম্পাদক মাষ্টার আবু তাহের স্বপ্ন আখন,যুবদলের সাবেক আহ্বায়ক শেখ মাসুদ পারভেজ,জাকির হোসেন আরিফ,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল, সদস্য সচিব নাছির উদ্দীন গাজী,যুব দলের সিনিয়র সহ সভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার,আনোয়ার পারভেজ। ছাত্রদল সভাপতি মারুফ হাসান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ নাইম ইসলাম বাবু, শহীদ জিয়া পরিষদের সভাপতি আলী আজগর, প্রজন্ম ৭১ সুমন সহ ওয়ার্ড পর্যায়ে সকল নেতাকর্মীগন।