

এম মনিরুজ্জামান, পাবনা:
পাবনা জেলার সর্বজন পরিচিত ব্যক্তিত্ব, দেশের বিশিষ্ট ব্যবসায়ী,শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৯ অক্টোবর ) সন্ধ্যায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস ছিলেন পাবনা জেলার অর্থনৈতিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের এক অগ্রদূত। নিষ্ঠা,পরিশ্রম ও মানবপ্রেমে তিনি গড়ে তুলেছিলেন এক উজ্জ্বল দৃষ্টান্ত। ব্যবসা ও শিল্পের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজকল্যাণে তাঁর অবদান সর্বমহলে প্রশংসিত ছিল।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পাবনা জুড়ে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন।
বর্তমান সময়ের আলোচিত সামাজিক সংগঠন শেকড় পাবনা ফাউন্ডেশনের সভাপতি খান হাবিব মোস্তফা এবং সেক্রেটারি ডঃ মোস্তাফিজুর রহমান খান এক যৌথ শোকবার্তায় বলেন, "আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস" ছিলেন সমাজকল্যাণ ও ব্যবসায় জগতের এক নক্ষত্র। দারিদ্র্য বিমোচন, উদ্যোক্তা সৃষ্টি এবং মানব সেবায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে পাবনায় যে শূন্যতা সৃষ্টি হলো,সেটি পূরণ হতে হয়তো দীর্ঘ সময় লেগে যাবে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছে শেকড় পাবনা ফাউন্ডেশন। সেই সাথে, শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।