আবুল বাসার মিলন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টায় যখন পুলিশ, যখন মামলার তদন্ত কাজ, মাদক উদ্ধার সহ আসামী গ্রেফতার সহ বিভিন্ন পুলিশী কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ঠিক এমন সংকটময় কঠিন সময়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় যোগদান করেন এসআই হরেন্দ্রনাথ দেবদাশ।
পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল করিম বিপিএম-সেবা এর বিচক্ষণ নেতৃত্ব ও দিক-নির্দেশনা এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মতিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই হরেন্দ্রনাথ দেবদাশ দুঃসাহসিকতা দেখিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রেখে চলেছেন। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময় চুরি হওয়া ২৯ টি মোটরসাইকেল, চুরি হওয়া স্বর্ণ অলংকার, চুরি হওয়া গরু উদ্ধার ও উদ্ধার কাজে ব্যবহৃত গাড়ি জব্দ, মোবাইল ফোন, দোকান হতে চুরি যাওয়া ব্যাটারি উদ্ধার ও চুরি কাজের ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করে প্রশংসায় ভাসছেন জেলা জুড়ে।
অনুসন্ধানে জানা যায়, তিনি ৩২/১৭৯ নং মামলায় চুরি যাওয়া একটি লেপটপ ও মোবাইল গত ১৪ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বগুড়ার দুপচাঁচিয়া থেকে উদ্ধার করেন, ৩৯/১৮৬ নং মামলায় গত ১৮ এপ্রিল ২০২৫ একটি চোরাই গরু উদ্ধার করেন, ২০২৫ খ্রিস্টাব্দের ৬/২১৩, ৪৯/২৯৮, ৩৯/৩৪০, এবং ১/৩৮৮ নং মামলায় বিভিন্ন তারিখে ৪ জন মোটর সাইকেল চোরকে গ্রেফতার করে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে প্রায় ২৯ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেন, ৫/২৫৪ নং মামলায় গত ৩ জুন ২০২৫ এক আসামী গ্রেফতার সহ চোরাই বাইসাইকেল উদ্ধার করেন, ৪৬/২৯৪ নং মামলায় গত ২৬ জুন ২০২৫ একজন আসামী গ্রেফতার ও চোরাই ব্যাটারী উদ্ধার করেন, ৩/৩০৪ নং মামলায় গত ১ জুলাই ২০২৫ চুরি কাজে ব্যবহারিত একটি পিকআপ গাড়ি, চোরাই ব্যাটারী ও একজন চোর কে গ্রেফতার করেন, ১১/৩১৩ নং মামলায় গত ৭ জুলাই ২০২৫ চোরাই বাইসাইকেল উদ্ধার সহ এক চোর কে গ্রেফতার করেন, ২৯/৩৭৮ নং মামলায় গত ২১ আগষ্ট ২০২৫ চোরই চার্জার অটো উদ্ধার সহ এক জনকে গ্রেফতার করেন, ১১/৩৯৮ নং মামলায় গত ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে চোরাই কাঁসার থালা, গ্লাস ও চামচ উদ্ধার সহ ৩জন আসামীকে গ্রেফতার করেন, ১৮/৩৬৭ নং মামলায় গত ১৬ আগষ্ট ২০২৫ সাইবার হ্যাক করে ব্যাংক হতে ১০ লক্ষ টাকা চুরির অপরাধে নীলফামারী জেলা হতে মূল হোতাকে গ্রেফতার করেন এবং চলতি মাসের ৭ তারিখে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেন, এছাড়াও তিনি বিভিন্ন মালামাল উদ্ধার সহ আসামী গ্রেফতার করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া গ্রামের নয়ন বলেন এসআই হরেন্দ্রনাথের কাছে মোটরসাইকেল চুরি ও মালিকানার একটি অভিযোগ ছিলো, সেই মোটরসাইকেলটি উদ্ধার না হলেও তিনি সুন্দর ভাবে মালিকানার সমাধান করে দিয়েছেন।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিউর রহমান এসআই হরেন্দ্রনাথের প্রশংসা করে বলেন, হরেন্দ্র বাবু একজন পরিশ্রমী ও দক্ষ পুলিশ অফিসার তার উপর অর্পিত দ্বায়িত্ব তিনি দক্ষতার সাথে করে থাকেন আইনশৃংখলা নিয়ন্ত্রনে এসআই হরেন্দ্রনাথ সহ থানার সকল অফিসার তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে চলেছেন এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভূমিকা রেখে চলেছেন। বর্তমানে সদর থানা পুলিশ সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশি কার্যক্রম সফলভাবে পরিচালনা করে চলেছে। অফিসার ইনচার্জ জনাব মোঃ মতিউর রহমান সকলের সহযোগিতা কামনা করেছেন।