ঢাকাMonday , 13 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাঞ্ছারামপুরে বিশেষ অভিযানে অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার

    admin
    October 13, 2025 9:13 pm
    Link Copied!

    সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি।

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অস্ত্রসহ পাঁচজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৩ অক্টোবর ২০২৫) গভীর রাতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
    পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর রাত ২টা ২০ মিনিটে বাঞ্ছারামপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কান্দাপাড়া এলাকার মনোয়ারা বেগমের বাড়িতে একটি সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শন করে নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টর্চলাইটসহ মোট ৫ লাখ ১০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন (মামলা নং- ০৮(১০)২০২৫, ধারা- ৩৯৫/৩৯৭ পেনাল কোড)।
    পরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে এসআই (নিঃ) মো. হাসান উদ্দিন, এএসআই (নিঃ) ইউসুফ গাজীসহ পুলিশের একটি দল বাঞ্ছারামপুরে অভিযান চালায়। এ সময় এজাহারনামীয় আসামি আবুল হোসেন (২৫), মো. সোহান (২৫) এবং সন্দেহভাজন আসামি আদিল (১৯), মো. রাসেল (৩৭) ও ফারুক মুন্সী (৩৪)-কে গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫টি লোহার কিরিচ, ১টি স্টিলের চাপাতি, ১টি লোহার চাপাতি এবং ১টি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র বিধি মোতাবেক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল খান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এই সফল অভিযানের মাধ্যমে এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত চক্রের একটি বড় অংশকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST