বগুড়া জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী শুরু হয়েছে ধানের শীষের ভোট ক্যাম্পেইন। সেই ধারাবাহিকতায় বগুড়া জেলার শেরপুর ও ধুনট উপজেলায় জোরেশোরে চলছে মাঠ পর্যায়ের কার্যক্রম। এই দুই উপজেলার বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কে এম মাহবুবার রহমান হারেজ। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতিতে নিবেদিত থেকে দলের দুঃসময়ে রাজপথে, জনমানুষের পাশে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বে ইতিমধ্যে শেরপুর ও ধুনট উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, মতবিনিময় সভা ও ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদার হয়েছে। প্রতিটি কর্মসূচিতে অংশ নিচ্ছেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তারা জনগণের মাঝে বিএনপির রাজনৈতিক বার্তা পৌঁছে দিচ্ছেন -বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দিন। কে এম মাহবুবার রহমান হারেজ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা দেশকে পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে চাই। শেরপুর ও ধুনটের প্রতিটি মানুষ ধানের শীষের পতাকাতলে একতাবদ্ধ হলে এই এলাকা থেকে পরিবর্তনের সূচনা হবে। আমি জনগণের ভালোবাসা ও দলের বিশ্বাস অর্জনের জন্য মাঠে কাজ করছি। এই এলাকার উন্নয়ন, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানের বাস্তব চিত্র বদলে দিতে চাই। উল্লেখযোগ্য হলো, গণসংযোগ ও পথসভায় হারেজের মাথায় হাত দিয়ে বৃদ্ধরা আশীর্বাদ করছেন, যা স্থানীয়দের মধ্যে তার প্রতি গভীর শ্রদ্ধা ও বিশ্বাসের প্রতিফলন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বগুড়া-৫ (ধুনট–শেরপুর) এলাকায় কে এম মাহবুবার রহমান হারেজের জনপ্রিয়তা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তরুণ প্রজন্ম ও কৃষক সমাজের মধ্যেও তার প্রতি আস্থা দৃঢ় হচ্ছে। সর্বমোট, তারেক রহমানের দিকনির্দেশনায় বিএনপির এই ভোট ক্যাম্পেইন শুধু নির্বাচনী প্রস্তুতি নয় -একটি গণজাগরণের রূপ নিচ্ছে। শেরপুর–ধুনটের প্রতিটি গ্রাম এখন এক স্লোগানে মুখর—“গণতন্ত্রের প্রতীক ধানের শীষে ভোট দিন।”