মোঃ মমিন আলী
বিশেষ প্রতিনিধি -এডিপি বাংলা।
অদ্য ০৫/১০/২০২৫ খ্রি. ভোর অনুমান ০২.১৫ ঘটিকায় নওগাঁ সদর মডেল থানাধীন বিজিবি ব্রিজ মোড়ে চেকপোষ্ট চলাকালীন একটি মোটরসাইকেলে তিনজন সন্দিগ্ধ আরোহী দ্রুত গতিতে চেকপোস্ট অতিক্রম করার সময় তাদের থামানোর জন্য সংকেত দেওয়া হলে তারা পুলিশের সংকেত অমান্য করে বিজিবি ব্রিজের দিকে যাওয়ার সময় দায়িত্বরত অফিসার ফোর্সগণ তিনজন মোটরসাইকের আরোহীর মধ্যে একজনকে ধৃত করা সম্ভব হয় এবং অন্য দুইজন পালিয়ে যায়। ধৃত হাবিবুর রহমান হাবিব আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানা যায়। উদ্ধারকৃত মোটরসাইকেলটি এ্যাপাচি ব্যান্ডের এবং লাল রংয়ের যার নম্বর ঢাকা মেট্রো-ল ৩৪-৭৩২৪। উক্ত মোটরসাইকেলটির বিষয়ে এখনো পর্যন্ত কোন তথ্য পাওয়া না গেলেও এটি ডাকাতির মাধ্যমে সংগৃহীত বলে ধারণা করা যাচ্ছে।
রেকর্ডপত্র যাচাই করে দেখা যায় যে, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজিপুর, ঢাকাসহ বিভিন্ন জেলায় হাবিবুরের বিরুদ্ধে ডাকাতি, চুরি, মাদক, খুনসহ অন্তত পাঁচটি মামলা রয়েছে। নওগাঁ জেলার একটি অপরাধী চক্রের সদস্যদের সাথে তার সংশ্লিষ্টতা রয়েছে মর্মে প্রাথমিকভাবে জানা যায়। আটক হাবিবুরের গ্রামের বাড়ী দিনাজপুর জেলার পাবর্তীপুর উপজেলার উত্তর আটরাই বলে জানা যায়।