মোঃ মমিন আলী
বিশেষ প্রতিনিধি -এডিপি বাংলা।
নওগাঁ জেলার আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান থানার পরিবেশ স্বচ্ছ ও দালালমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন— “থানায় কোনো দালাল প্রবেশ করতে পারবে না।”
ওসি মনসুর রহমান বলেন, যেকোনো ভুক্তভোগী এখন রাজনৈতিক নেতা বা দালাল ছাড়াই সরাসরি থানায় এসে অভিযোগ বা মামলা দায়ের করতে পারবেন। থানায় মামলা করতে কোনো টাকা লাগে না জানিয়ে তিনি আরও বলেন, কেউ যদি মামলার নাম করে টাকা দাবি করে, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন,
“আমি যতদিন এই থানায় দায়িত্বে থাকব, কোনো দালালকে থানায় প্রবেশ করতে দেব না। আত্রাই থানা হবে সাধারণ মানুষের ভরসা ও আশ্রয়ের স্থান।”
ওসি মনসুর রহমান আরও সতর্ক করে বলেন, যারা সাধারণ মানুষকে জিম্মি করে অর্থ আদায় করে বা বিভিন্ন কৌশলে হয়রানি করে, তাদের সাবধান হওয়ার সময় এসেছে।
সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান,
“আপনাদের কাছ থেকে কেউ অনৈতিক দাবি করলে সরাসরি থানায় চলে আসবেন। অভিযোগ করলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জনগণের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন,
“আপনাদের সহযোগিতাই আমার শক্তি। আমি যতদিন দায়িত্বে আছি, ততদিন নিরপেক্ষভাবে জনগণের সেবা দিয়ে যাব। আমার কাছে অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই— অপরাধী মানেই অপরাধী, তার বিরুদ্ধে আইনের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
ওসির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এ ধরনের পদক্ষেপ থানার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়াবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।