বগুড়া জেলা প্রতিনিধি:
মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত বিশেষ অভিযানের অংশ হিসেবে বগুড়ার ধুনটে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ধুনট পৌরসভার ধুনট বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব খৃষ্টফার হিমেল রিছিল এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। চলমান ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়নের অংশ হিসেবে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিয়োগ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই সময়ে কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। শনিবারের অভিযানে দেখা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে ধুনট বাজারে ইলিশ মাছ বিক্রি করা হচ্ছে। এ সময় এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয় এবং ‘মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন’ অনুযায়ী ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বাজার থেকে আনুমানিক ২২ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছগুলো উপজেলা প্রশাসনের নির্দেশে স্থানীয় দুটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা, ধুনট, বগুড়া, এবং প্রশাসনের আরও কর্মকর্তারা। অভিযানটি পরিচালনার সময় বাজারে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয় এবং অনেকেই প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান। উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল বলেন, “মা ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এর সংরক্ষণে সরকারের নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন কঠোর অবস্থানে আছে। ভবিষ্যত প্রজন্মের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মা ইলিশ রক্ষা এখন সময়ের দাবি।” তিনি আরও জানান, মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে এবং কেউ আইন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসনের এই তৎপরতাকে সাধারণ মানুষ প্রশংসা করেছেন। তাদের মতে, ইলিশ রক্ষায় এই ধারাবাহিক উদ্যোগই ভবিষ্যতে দেশের মাছের ভাণ্ডারকে সমৃদ্ধ করবে।




