এম মনিরুজ্জামান, পাবনা : উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আয়োজনে,বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পাবনার সুজানগরে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা টি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেনের সভাপতিত্বে ও
প্রভাষক মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন।এ সময় আরো বক্তব্য রাখেন, সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই খান সাগর, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক এটিএম শামসুজ্জামান ডন, রেজাউল করিম, প্রভাষক ওয়ালিউল্লাহ, খলিলুর রহমান, আলমগীর হোসেন,শিক্ষক মিজানুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।




