মোঃ মমিন আলী
বিশেষ প্রতিনিধি -এডিপি বাংলা।
নওগাঁর পত্নীতলা, মহাদেবপুর, সদর উপজেলা ও আশপাশের বেশ কিছু এলাকায় শনিবার (৪ অক্টোবর) বিকেলে হঠাৎ প্রবল ঝড় বয়ে যায়। বিকেল চারটার দিকে শুরু হওয়া এই ঝড় মুহূর্তেই তছনছ করে দেয় ঘরবাড়ি, দোকানপাট ও গাছপালা। বজ্রাঘাতে এক জেলের মৃত্যুর ঘটনাও ঘটেছে।
সদর উপজেলার হাসাইগাড়ী বিল এলাকায় মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান মফিজ উদ্দিন (৬০)। ঘটনার পর থেকেই নিহতের পরিবারে চলছে গভীর শোকের মাতম।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলের পরপরই আকাশে ঘন কালো মেঘের সৃষ্টি হয় এবং কিছুক্ষণের মধ্যেই শুরু হয় প্রবল ঝড়ো হাওয়া। পরে মুষলধারে বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে পুরো অঞ্চল বিপর্যস্ত হয়ে পড়ে।
পত্নীতলার মাতাজী, ভাবিচা মোড় ও কাঁটাবাড়ি; মহাদেবপুরের বিলশিকারী ও দেওয়ানপুর; এবং সদর উপজেলার হাসাইগাড়ী এলাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। এসব অঞ্চলের অসংখ্য ঘরবাড়ি ও দোকানের চাল উড়ে গেছে, বহু গাছপালা উপড়ে পড়েছে।
প্রবল ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ এখন চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন।




