এম মনিরুজ্জামান, পাবনা: বিগত দিনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়ে গিয়েছি, ফ্যাসিস্ট শেখ হাসিনার কাছে মাথা নত করি নাই, কখনো পরাজিত হই নাই।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে আরো বলেন,সবাই সজাগ থাকবেন,ঘোলা পানিতে কেউ যেন মাছ শিকার করতে না পারে।
দল যাকে মনোনয়ন দিবে, আমি আপনাদের সাথে নিয়ে ঝাঁপিয়ে পড়বো এবং বিএনপির ধানের শীষ কে জয়যুক্ত করবো।
বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে হবে, আমরা যারা বিএনপি করি, চেষ্টা করছি সমস্ত জনগণ কে সাথে নিয়ে আইনের শাসন কায়েম করার, চেষ্টা করছি বিচার ব্যবস্থা সুষ্ঠু করার ।
দলে যে পরিশ্রম করে,সে কখনো ঠকতে পারে না, অবশ্যই দল তাকে মূল্যায়ন করবে।
বিগত ১৬ টি বছর সুখে দুখে মাঠে প্রান্তরে, মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার প্রাণের নেতা জনাব তারেক জিয়ার সুদৃষ্টি আমার উপর রয়েছে, নিশ্চয়ই ওনি আমার দিকে খেয়াল করবেন।
বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন, পাবনা – ২ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সুজানগর উপজেলা বিএনপির সহ-সভাপতি শিল্পপতি আব্দুল হালিম সাজ্জাদ।
শুক্রবার বিকেলে পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়ন বিএনপি’র ব্যানারে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি জালাল উদ্দিন শেখের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, উপজেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক মজিবর রহমান খান।
এ সময় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা হান্নান কাজী, পান্না চৌধুরী, আব্দুল বাতেন প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।