ঢাকাWednesday , 1 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • মানিকগঞ্জে কিশোর গ্যাংয়ের তান্ডব

    admin
    October 1, 2025 12:07 am
    Link Copied!

    মুরাদ খান মানিকগঞ্জ থেকে

    মানিকগঞ্জ সাটুরিয়ায় উপজেলায় কিশোর গ্যাংয়ের ভয়াবহ তান্ডব চালিয়ে বসতবাড়ি ভাঙচুর করেছে এবং মারধর করে ৫ জনকে আহত করেছে কিশোর গ্যাং বাহিনী। ঘটনাটি ঘটেছে উড়িয়া সাটুরিয়া উপজেলার উত্তর মালশী গ্রামে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার বিকেলে ওই এলাকার জুলহাসের মুদি দোকানের দক্ষিণ পূর্ব পাশে কেরাম খেলা কেন্দ্র করে প্রতিবেশী সাদ্দামের মধ্যে বাকবিতণ্ডা হয়। তুচ্ছ এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাতে ৮ টার দিকে মালসি গ্রামের জুলহাস, সোলাইমান , জাকির হোসেন, আব্দুল সালাম, বাদশা, আব্দুল সালাম, রাজীব হোসেন, সজিব হোসেন, মোঃ স্বপন, মোঃ সুলতান, মোঃ শিমুল,আব্দুল হালিম, সজিব , আনসার , মাইজুদিনসহ আরো ৫-৬ জন কিশোর সাদ্দামের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক মারপিট ও ভাঙচুর চালায়।
    এ সময় অন্তত পাঁচজন আহত হয়। গুরুতর আহত সাদ্দাম হোসেন ও বাদশা মিয়াকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মস্তিষ্কে গুরুতর জখম ওই ২ জন বর্তমানে মানিকগঞ্জের আড়াইশো শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
    আহত সাদ্দাম হোসেন জানান, এ বিষয়ে সাটুলিয়া থানায় অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তারা আশঙ্কা করেন যেকোন মুহূর্তে দুর্বৃত্তরা আবারো হামলা চালাতে পারে।

    হামলায় আহত বাদশা মিয়া বলেন, সাটুরিয়া থানার ওসি প্রথমে অভিযোগ গ্রহণ করেনি। পরবর্তীতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে অভিযোগ আমলে নেয়। আমরা পুলিশের ভূমিকা নিয়ে শঙ্কিত।
    এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আসামি গ্রেফতার করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST