বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার কয়ারপাড়া পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও পরিদর্শন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মোঃ মোশারফ হোসেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যায় তিনি পূজামণ্ডপে উপস্থিত হয়ে হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন। তিনি বলেন,
“দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব। বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।” মোশারফ হোসেন আরও বলেন, “শারদীয় দুর্গোৎসব হোক শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা আমাদের সাংবিধানিক এবং নৈতিক কর্তব্য।” তিনি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান, যেন পূজামণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয় হিন্দু ধর্মাবলম্বীরা বলেন, রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের শুভেচ্ছা বার্তা ও পরিদর্শন তাদের উৎসবকে আরও আনন্দমুখর করেছে। পূজা-অর্চনা নির্বিঘ্নে সম্পন্ন করতে তারা সবার সহযোগিতা কামনা করেন।