বগুড়া জেলা প্রতিনিধি:
শেরপুর উপজেলার ছোনকা হাইস্কুল মাঠে ২৮ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে মরহুম মোসলেম উদ্দিনের সন্তান মরহুম খায়রুল আলম বুলবুলের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে তাকে শেষ বিদায় জানায়।
এসময় উপস্থিত মুসল্লিরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আল্লাহর দরবারে দোয়া করেন যেন মরহুমকে উত্তম জান্নাত দান করা হয়। পাশাপাশি সমাজে ইমানদার ও সৎ জীবনযাপনের তৌফিক সবার জন্য কামনা করা হয়।
জানাজার নামাজে কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য কে এম মাহবুবুর রহমান হারেজ উপস্থিত থেকে মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, “খায়রুল আলম বুলবুল সমাজের একজন আন্তরিক ও প্রিয় মানুষ ছিলেন। তার শূন্যতা সহজে পূরণ হবে না।”
এছাড়াও স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ীরা জানাজায় অংশগ্রহণ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।