সুলতানা পারভীন মিষ্টি জেলা প্রতিনিধি
পাকশী ইউনিয়নের বাঘইল এলাকায়। বসবাস ছোট্ট সোনামণি রুফাইদা ইসলাম ( আলফা) বয়স তার ৫ বছর আলফা বাঘইল এর স্বর্ণ কলি বিদ্যালয় এর নার্সারিতে পড়াশুনা করে। তার পিতা মোঃ আরিফুল ইসলাম বয়স ৩৫ বছর এবং৷ তার মা৷ মোছাঃ এলিজা খাতুন প্রীতি বয়স ৩২ আলফার বাবা এবং মা দুই জন পেশায় চাকরিজীবী।
বাবা মার আদর্শে বড় হয়ে ওটা ছোট্ট আলফা মাত্র পাঁচ বছর বয়সে কোরআন শিক্ষা শুরু করেছেন। পড়াশোনার পাশাপাশি মুসলিম হিসেবে কোরআন শিক্ষার দায়িত্ব পালন করেছেন। প্রতিটি পরিবারে পড়াশোনার পাশাপাশি আদর্শ ভাবে সন্তান গড়ে তোলা এবং কোরআন শিক্ষা দেওয়া উচিত।
ছোট্ট মেয়ে আলফার জন্য তার বাবা মা আজকের এই দিনে দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে।