ক্রাইম রিপোর্টার নওগাঁ জেলা।
অভিযোগ পাওয়া গিয়েছে মোঃ আশরাফুল ইসলাম (৪৫) ও শফিকুল ইসলাম (৩৫) উভয় পিতা নাজিম উদ্দিন গ্রাম:ঘাটনগর তেলিপাড়া। নুর হোসেন (মন্টু) ও ওবায়দুল্লাহ হক উভয় পিতা মোত্তালেব গ্রাম: ঘাট নগর শাহু পাড়া ,তারা ও তাদের সন্ত্রাস বাহিনী দারা অবৈধ ভাবে জায়গা জমি দখল,লুটপাট চুরি ভাঙচুর ( V.P) সম্পত্তি প্রিয়নাথ চক্রবর্তীনামে রেকর্ড ঐ সম্পত্তি ১১/০৩/১৯৬৮ সালের জাল দলিল সৃজন করে ঐ দলিলে দেখা যায় যে দলিল গ্রহিতা:আশরাফুল এর জন্মের ৩ বছর আগে ওবায়দুল জন্মের ৭ আগে দলিলটি তৈরি হয়েছে,যাহার দলিল নাম্বার ২২১৬। চাঁদাবাজি লুটপাট বাড়িঘর ভাঙচুর চুরি ইত্যাদি, তাদের রাজনৈতিক পরিচয় যখন যে দল ক্ষমতায় আসে তখন সে দলের ছত্রছায়ায় চলে বর্তমানে আশরাফুল পোরশা থানার, ঘাটনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি।
অভিযুক্ত মোঃ নুরুল ইসলাম বলেন নোচনাহার বাজারে ৬৬৭ নং খতিয়ানে ৫৯ নং দাগের আংশিক একটি টিনের নির্মিত ঘর ছিল সে ঘরটি ভেঙ্গে চুরে লুটপাট করে চুরি করে নিয়ে যায় আশরাফুল ও তার সন্ত্রাসী বাহিনী, এই মর্মে থানায় অনেকবার অভিযোগ দায়ের করা হয়েছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হইনি, বরং যারা ভুক্তভোগী অভিযোগ করেছিলেন তাদের বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, এই সন্ত্রাস বাহিনীদের জ্বালায় এলাকার মানুষ অশান্তিতে আছে, বিদায় এদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য পোরশা উপজেলা প্রশাসন নওগাঁ জেলা প্রশাসন ও সর্বাত্মক আস্থাভাজন বাংলাদেশ সেনাবাহিনী কে বিশেষ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করতেছে।