সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহগণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুর হক বেপারী এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী।
সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী কৃষক দলের ঢাকা মহানগরের সদস্য মোশারফ হোসেন মামুন।
বক্তারা বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও বিএনপিকে সুসংগঠিত করার জন্য তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা আরও জানান, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সক্রিয় থাকতে হবে।
মতবিনিময় সভায় ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মোঃ সাইফুল ইসলাম,
জেলা প্রতিনিধি মাদারীপুর #