মোঃ আব্দুল করিম,
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর-২০২৫) বেলা ১১ টায় এসডিএফ নিয়ামতপুর উপজেলা কার্যালয় এর সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোছাঃ মুর্শিদা খাতুন। এসডিএফ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অলাভজনক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই সকলের পরিচয় পর্বের মধ্য দিয়ে আরইএলআই প্রকল্পের বিভিন্ন অগ্রগতি ও কার্যক্রম নিয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন মোঃ হারুনুর রশিদ, জেলা কর্মকর্তা, জীবিকায়ন, এসডিএফ, নওগাঁ।
জেলা কর্মকর্তা- আইসি বি ববিতা খাতুনের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন মোঃ শরিফুল আজাদ, জেলা ব্যবস্থাপক, এসডিএফ জেলা অফিস, নওগাঁ।
এসময় আরও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা, ডাঃ আব্দুল লতিফ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান শাজু, মোঃ সোহেল রানা, গ্লাস্টার অফিসার, ভাবিচা ফ্লাস্টীয়, মোঃ শরিফুল ইসলাস, ক্লাস্টার, অফিসার, নিয়ামতপুর ক্লাস্টার প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে সকল বক্তারা তাদের বক্তব্যে বলেন, এসডিএফ এর বিভিন্ন কার্যক্রমের বিষয় তুলে ধরেন এবং বিভিন্ন অধিদপ্তর এর সাথে লিংকেজ এর জন্য প্রস্তাব করেন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততার কথা বলেন। যাহার ফলে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য ও সরকারের দারিদ্র্যমুক্ত ডিভিশন আরো সহায়ক হবে বলে মনে করেন।