আবুল বাসার মিলন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
ডিপ্লোমা প্রকৌশলীদের উপর প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি, প্রকৌশল সেক্টরে দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্য দূরীকরণ, ‘অসম কমিটি প্রভাখ্যান’ বাতিল এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি প্রত্যাখ্যানের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বারঘোরিয়া মহানন্দা সেতুর ওপর এ কর্মসূচি পালিত হয়। প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধের কারণে ব্রিজের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত যানবাহন আটকে পড়ে, ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শত শত শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেন এবং ন্যায্য দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন।
অবরোধ চলাকালে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সংগ্রহ পরিষদের যুগ্ম সম্পাদক আব্দুর রাহিম, ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রতিনিধি মাহাবুব রানা সজিব, রিপন আলী, আপেল মাহমুদ, আল মামুন, রিফাতসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। অথচ দেশের অবকাঠামো উন্নয়ন, শিল্পকারখানা, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের দাবি অগ্রাহ্য করা রাষ্ট্রের জন্যও বড় ক্ষতির কারণ হবে বলে বক্তারা মন্তব্য করেন।
তারা বলেন, “ডিগ্রি প্রকৌশলীদের পক্ষ থেকে যে তিন দফা দাবি তোলা হয়েছে, তা সম্পূর্ণ অযৌক্তিক। এটি বাস্তবায়িত হলে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি বৈষম্য আরও বাড়বে। আমরা তা মেনে নেব না।”
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, বৈষম্য দূরীকরণে সুনির্দিষ্ট উদ্যোগ নিতে হবে এবং ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক দাবি প্রত্যাহার করতে হবে। অন্যথায় আন্দোলন আরও কঠোর করা হবে। প্রয়োজনে সারাদেশে অবরোধ ও হরতালের মতো কর্মসূচি দেওয়া হবে।
ডিপ্লোমা প্রকৌশলীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন—তাদেরকে সমমর্যাদা, সমঅধিকার ও কর্মক্ষেত্রে বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করতে হবে। এর আগেও দেশের বিভিন্ন স্থানে তারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বিশেষ করে ‘অসম কমিটি প্রভাখ্যান’ বাতিলের দাবি বহুবার জানানো হলেও তা কার্যকর হয়নি।
ডিপ্লোমা প্রকৌশলীদের অভিযোগ, নীতি-নির্ধারণে তাদের মতামত উপেক্ষা করে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, যা প্রকৌশল খাতের জন্য সমন্বয়হীনতা সৃষ্টি করছে।
অবরোধের কারণে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে ঢাকা, রাজশাহী, নওগাঁসহ দেশের বিভিন্ন গন্তব্যমুখী যাত্রীবাহী ও পণ্যবাহী গাড়ি আটকে পড়ে। দীর্ঘ যানজটে পড়ে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তি পোহান। তবে শিক্ষার্থীরা জানান, তারা জনগণের দুর্ভোগ সৃষ্টি করতে চান না, বরং ন্যায্য দাবি আদায়ে বাধ্য হয়ে এ কর্মসূচি পালন করছেন।