নিজস্ব প্রতিবেদক:শেখ রুবেল আহমেদ
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার আসন্ন শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে ৮ নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১২টায় ৮ নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, ৮ নং বাহাদুরপুর ইউনিয়নের পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়নের সচিব জাহাঙ্গীর আলম খান।অনুষ্ঠানেরসভাপতির বক্তব্যে প্যানেল চেয়ারম্যান অযত আলী বলেন, আমাদের বাহাদুরপুর ইউনিয়নে এ বছরের প্রায় ১৯ টা মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবং সনাতন ধর্মের সবাইকে জানাতে চাই আপনারা নির্বিঘ্নে এবারের পূজা উদযাপন করতে প্রতিটি মন্দিরে সিসি ক্যামেরা থাকবে। এছাড়া আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ, আনসার বাহিনীর সাথে উপজেলার সকল দপ্তরের প্রতিনিধি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন দায়িত্ব পালন করবেন। এছাড়া পূজার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পূজা মন্দিরের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী, পুজা কমিটির সদস্যদের মোবাইল নাম্বার টাঙ্গিয়ে রাখা বাধ্যতামুলকসহ নানান কর্মসূচি হাতে নেয়া হয়েছে। বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলম খান বলেন আমরা আশা করি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমাদের এই ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী ভাইদের এই দুর্গা উৎসব সবাই মন ভরে উপভোগ করবেন এবং সবাই সহযোগিতা করবেন যেন সুষ্ঠু মতো এই পূজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়নের সকল দুর্গাপূজার মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদস্য, রাজনৈতিক পেশাজিবি সহ নানান শ্রেণী পেশার মানুষ এবং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্য রাজনৈতিক নেত্রী বর্গ গ্রাম পুলিশ সহ নানান শ্রেণী পেশার মানুষ অনুষ্ঠান শেষে বাহাদুরপুর ইউনিয়নের দুর্গা পূজা উপলক্ষে প্রত্যেকটা মন্দির কে ৮ নং বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়