জাকিউল ইসলাম
জামালপুর জেলা প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে ৫২ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষক শামসুল আলম এর সঞ্চালনায় আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন, সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শামসুল হক মাস্টার। বক্তব্য রাখেন সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন, তারাটিয়া আলহাজ্ব লাল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের, কাউনিয়ারচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান, সাঁকোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক, লংকারচর দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ আব্দুল কাদের, সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল খালেক, মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মোঃ ওয়াজেদ আলী প্রমূখ।
সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় সভাপতি শামসুল হক মাস্টার
বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে হবে। প্রস্তুতি সভার সভাপতি হিসেবে অনুষ্ঠানে তিনি উপস্থিত প্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়া শিক্ষকদের বিগত সময়ের মতো সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগীদের উপস্থিতিতে সুন্দরভাবে খেলা পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন।
এসময় জিনঞ্জিরাম জোনের সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।