সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ঐতিহ্যবাহী রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে ছিল উৎসবের আমেজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. রাশেদুল হক পলাশ এবং সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মুহম্মদ জমদ্দার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিয়া। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, খেলাধুলা ও মানবিক গুণাবলির বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “শুধু বড় ডিগ্রি অর্জন করলেই চলবে না, প্রকৃত অর্থে ভালো মানুষ হতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. জাকির হোসেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. এ এফ এম আমীর হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা এবং জনতা ব্যাংক পিএলসির ডিজিএম ইনচার্জ মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ইউনূস বিএসসি, শিক্ষানুরাগী এম এ মতিন, হারুনুর রশিদ আকাশ, মো. কুদ্দুস মেম্বার, ভিপি মজিবুর রহমান, মো. শাহজাহান ভূইয়া, মো. আমীর হোসেন, মো. শাহনেওয়াজ এবং মো. ফয়সল আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. মুছা হায়দার। আলোচনা শেষে জিপিএ-৫ প্রাপ্ত সকল শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।