ঢাকাSunday , 22 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফুটবলপ্রেমীদের মিলনমেলায় শেষ হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫

    admin
    June 22, 2025 7:19 pm
    Link Copied!

    হারুন অর রশিদ,

    স্টাফ রিপোর্টার :
    জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার গোপীনাথপুরে আজ, ২২শে জুন রবিবার, অনুষ্ঠিত হলো ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫’-এর ফাইনাল খেলা। গোপীনাথপুর গ্রামের পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে ছিল টানটান উত্তেজনা।
    ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপীনাথপুর গ্রামের কৃতী সন্তান, সাবেক সংসদ সদস্য এবং জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। তাঁর উপস্থিতি খেলোয়াড় ও দর্শকদের মাঝে বাড়তি উদ্দীপনা যোগায়।
    টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান জনাব মাহবুব আলম রেন্টু। ফাইনাল খেলা দেখতে এবং অতিথিদের বরণ করে নিতে মাঠে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জনাব আপেল মাহমুদ বকুল, শ্রী অখিল চন্দ্র দেবনাথ, সিকেন্দার হোসেন, ফিরোজ হোসেন, আঃ লতিফ, আইয়ুব হোসেন, মাহবুব আলম বাবু, রফিকুল ইসলাম, সোয়াইব হোসেন সাবু এবং শামিম হোসেন।
    স্থানীয় যুব সমাজের এই ব্যতিক্রমী আয়োজন এলাকার ক্রীড়াঙ্গনে এক নতুন প্রাণের সঞ্চার করেছে। ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে ভিড় জমিয়েছিল বিপুল সংখ্যক দর্শক, যা প্রমাণ করে ফুটবলের প্রতি এলাকার মানুষের ভালোবাসা ও উন্মাদনা। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রশংসা করেছেন উপস্থিত সবাই।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST