ঢাকাMonday , 16 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিবগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করল বিএনপি

    admin
    June 16, 2025 8:27 pm
    Link Copied!

    হারুন অর রশিদ,

    স্টাফ রিপোর্টার :

    বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলমের নির্দেশনায় আজ, শনিবার (১৪ জুন ২০২৫) ময়দান হাটা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছে ময়দান হাটা ইউনিয়ন বিএনপি। স্থানীয় জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
    জানা যায়, নিয়ামতপুর গ্রামের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল, যার কারণে গ্রামবাসীর দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমের নির্দেশনা অনুযায়ী, ময়দান হাটা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা আজ সকালে একত্রিত হয়ে কোদাল, বেলচা হাতে নিয়ে রাস্তা সংস্কারের কাজে নেমে পড়েন। তাদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অল্প সময়ের মধ্যেই রাস্তার একটি বড় অংশ চলাচলের উপযোগী হয়ে ওঠে।
    এই মহৎ কর্মযজ্ঞে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী। তারা প্রত্যেকেই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর এই সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করেন।
    উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব বলেন, “মানুষের দুর্ভোগ লাঘবে আমরা সবসময় পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। আমাদের দলের নেতাকর্মীরা জনগণের সেবায় সবসময় নিয়োজিত।” তিনি আরও বলেন, মীর শাহে আলমের নেতৃত্বে বিএনপি সবসময় জনকল্যাণমূলক কাজে অংশ নিতে প্রস্তুত।
    উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান বলেন, “যুবসমাজকে সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। আমরা যুবদলের পক্ষ থেকে এই ধরনের সেবামূলক কাজে সবসময় এগিয়ে আসব।”
    গ্রামের বাসিন্দারা বিএনপির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, রাজনৈতিক দলগুলো যদি এভাবেই জনগণের পাশে দাঁড়ায়, তাহলে অনেক সমস্যার সমাধান দ্রুত সম্ভব হবে। এই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে শুধু রাস্তার সংস্কারই হয়নি, বরং স্থানীয়দের মধ্যে একতা ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্তও স্থাপিত হয়েছে।
    ময়দান হাটা ইউনিয়ন বিএনপির এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং এটি অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনকেও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST