আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে দুপুর ১ টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, ট্রাক,ও ট্যাংকলরি কভার্ড ভ্যান, শ্রমিক ইউনিয়নের সদস্যরা। শ্রমিক সংগঠনের দুটি গ্রুপের চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘ তিন ঘণ্টা বন্ধ থাকে মহাসড়কের যানচলাচল। এতে সড়কে তীব্র যানজট সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ পথচারী ও যাত্রীরা।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তাদের দুই পক্ষের দাবি-দাওয়া নিয়ে খুব শিগগিরই বসে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে বলে জানায় পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস, ট্রাক, ট্যাংকলরি কভার্ড ভ্যান, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন, যার রেজিস্ট্রেশন নম্বর ৩০৬৩,চাঁদা আদায় বন্ধ না হলে আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এছাড়া, চাঁপাইনবাবগঞ্জ বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ বলেন, জোর করে চাঁদা দাবী করা হচ্ছে না। গাড়ি প্রতি ৩০ টাকা করে সার্ভিস চার্জ নেওয়া হয় এবং তা শ্রমিকদের কল্যাণে ব্যবহার করা হয়।
সেনাবাহিনী ও পুলিশকে জানানো হয়েছে যে, দুই সংগঠনের সদস্যরা রাস্তায় কোনো প্রকার চাঁদা তুলবে না, যতক্ষণ না সমাধান হয়।