মুরাদ খান, মানিকগঞ্জ
মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার তাঁতশিল্প।কয়েদিন পরেই ঈদ। ঈদকে সামনে রেখে কর্মব্যস্ত সাটুরিয়া তাঁত পল্লীর কারিগররা। রং সুতাসহ তাঁতের সরাঞ্জমাদি বৃদ্ধি, কাপড়ের মূল্য কম, শ্রমিক ও বিদ্যুতের সংকটসহ নানা সমস্যায় ধ্বংসের পান্তে সাটুরিয়ার তাঁতপল্লি।
এ পেশায় টিকতে না পেরে অনেকেই তাঁত কারখানা বন্ধ করে দিয়েছে। তাঁতের কাঁচামালের দাম কমানো দাবি জানিয়েছেন তাঁত কারখানামালিকরা।
হস্তচালিত তাঁত যুগে তাঁতীরা টিকে থাকতে পারলেও বৈদ্যতিক তাঁত যুগে এসে লোকসান গুনতে হচ্ছে তাঁতীদের।
উপজেলার সাভার, আগ সাভার, হামজা, জালশুকা, নাশুরপুর, চাচিতারা গ্রামে একসময় গড়ে উঠেছিল শতশত তাঁত কারখানা। কাঁচামালের দাম বৃদ্ধি ও কাপড় বিক্রি না হওয়ায় অনেকে এ পেশা ছেড়েছেন। এ পেশাকে যারা টিকে আছে তারাও লোকসান গুনছেন নিয়মিত। রং ও সুতার দাম লাগামহীন বৃদ্ধির কারণে হুমকির মুখে তাঁত শ্রমিক ও মালিকরা।
শ্রমিক রেজাউল জানান ঈদকে সামনে রেখে কাজ করছি। ভালো দাম পাচ্ছি না। মহাজনদের কাপড় বিক্রি কমে গেছে।
আরেক শ্রমিক পান্নু মিয়া বলেন, ঈদ ও বৈশাখীকে কেন্দ্র করে কাজ করে যাচ্ছি।
তাঁত কারখানার মালিক মো. রতন মল্লিক বলেন, অবৈধভাবে ভারতীয় শাড়ির আমদানি, রং ও সুতার দাম বৃদ্ধির ফলে এ পেশা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। এ পেশাকে বাঁচাতে হলে কাঁচামালের দাম কমানোসহ সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা প্রয়োজন।
ইউপি সদস্য মো. দেলওয়ার হোসাইন বলেন, তাঁতীদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে
মুরাদ খান মানিকগঞ্জ থেকে
০১৭৫৭০৭০৬৮২