স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার নন্দীগ্রামে কবর স্থানে ময়লা ও পলিথিন ফেলার জেরে হামলা ও মারপিট করার অভিযোগ উঠেছে। এনিয়ে প্রতিবেশী দুই পক্ষের মধ্যে মারমুখী উত্তেজনা শুরু হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গতকাল ০৩ জনের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ করে পৌর এলাকার পশ্চিমপাড়ার তোজাম্মেল হক। এর আগে গত শনিবার হামলা ও মারপিটের ঘটনা ঘটে। বিবাদীরা হলেন-একই মহল্লার সাব্বির হোসেন, শাহিন আলম ও দৌলতুন্নেছা।
অভিযোগ সূত্রে জানা গেছে, বসতবাড়ির পাশে পারিবারিক কবর স্থানে জনৈক লোকজন পলিথিন ও ময়লা ফেলে। এনিয়ে তোজাম্মেলের পরিবারকে সন্দেহে গালাগালি করে বিবাদীরা। শনিবার বেলা ১১টার দিকে দুই পক্ষের মধ্যে মারমুখী উত্তেজনা শুরু হয় এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। এতে তোজাম্মেলের পরিবারের উপরও হামলার চেষ্টা করা হয়। এসময় ভিডিও ধারণ করায় মোবাইল ছিনিয়ে নিয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ডিলিট করে প্রতিপক্ষের লোকজন।
এবিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় যে, বর্তমানে দুই পক্ষই শান্ত এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।