নিজস্ব প্রতিবেদক/শেখ রুবেল আহমেদ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সুজানগর উপজেলা শাখার যুবদলের পবিত্র রমজান উপলক্ষে ইফতার পার্টর সফল করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু ও সদস্য সচিব রিয়াজ আলী মন্ডল। এছাড়াও সুজানগর উপজেলা যুবদল নেতৃবৃন্দ এবং সুজানগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখার যুবদলের নেতৃবৃন্দ। এ সময় যুব দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু আমার দেশ প্রতিদিন কে বলেন কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমাদেরকে কেন্দ্র থেকে নির্দেশ করা হয়েছে প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় এবং হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণের কর্মসূচি বাস্তবায়ন করার নির্দেশ দেয়া হয়েছে। এই ধারাবাহিকতায় আজ দুপুরে সুজানগর উপজেলা যুবদল শাখার একটি জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ সময় অত্র উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দকে নির্দেশ দেয়া হয়েছে প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে ইফতার মাহফিল সফল করতে হবে। এ সময় সদস্য সচিব রিয়াজ আলী মন্ডল আমার দেশ প্রতিদিনকে বলেন, ইতিমধ্যেই আমরা অত্র উপজেলার সকল যুব দলের নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছি দ্রুত সময়ের মধ্যেই প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ডের ইফতার মাহফিল সফল করতে হবে এবং যুবদলকে আরো শক্তিশালী সুজানগর উপজেলা যুবদলের সংগঠনকে বেগবান করতে হবে।