স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় সারাদেশের ন্যায় সোমবার দুপুরে শহরের সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে ধর্ষণ কর্মকান্ডে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা। প্রতীকী ধর্ষকের মাথায় জমটুপি পড়িয়ে হাতে-কোমড়ে রশি বেঁধে স্লোগান দেয়া হয়। উক্ত মানববন্ধনে দেশব্যাপি যৌন নিপীড়ন, ধর্ষণ, অন-লাইনে হেনস্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং বিচারহীনতার প্রতিবাদ জানানো হয়।
উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের রজিবুল ইসলাম শাকিল, রাফিউল আল আমিন, আতিকুল ইসলাম বিপ্লব, নাসিফ আল ফায়েদ মারফী, অনিক আহম্মেদ অর্ক, সানভীর ইসলাম সিয়াম, ফাহাদ নুর ইসলাম, আল আমিন সনি, রিয়াজ আহম্মেদ, মাসুদ রানা, জিহাদ রহমান, সারোয়ার সাকিব, মোত্তাকিন, জীম, মুরাদ হাসান, নোমান সাব্বির, সামিউর সাব্বির, হাবিব রহমান, ইমরুল কায়েস, রাব্বি হাসান, সৈকত উদ্দিন, মিলন আহমেদ, রাকিব হাসানসহ সাধারণ শিক্ষার্থীরা। এদিন প্রতীকী ধর্ষকের মাথায় কালো কাপড়ের জমটুপি পড়িয়ে টানতে টানতে শহরের সাতমাথায় নিয়ে আসে দুই নারী শিক্ষার্থী। তুমি কে আমি কে, আছিয়া আছিয়া.. স্লোগান ওঠে। জিরো পয়েন্ট সাতমাথায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী সমবেত হয়ে অবস্থান নেয়। এতে বক্তব্য দেন নিয়তি সরকার নিতুসহ অনেকে।
এছাড়া নন্দীগ্রাম শহরে বিক্ষোভ করে মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদল। ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক আরএইচ নুরনবী, কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিল প্রমূখসহ অন্যান্যরা।