স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় গতকাল র্যাব-১২ হাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কৃষক হত্যা মামলার ০৩ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়া। এই হত্যা কান্ডের পর থেকেই তারা পলাতক ছিল আসামিরা।
গতকাল বৃহস্পতিবার র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার (এএসপি) মনিরুজ্জামান জানায় যে, গত ২৯শে জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধে খুন হয় পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের কৃষক সাইদুল ইসলাম (৫৮)। এঘটনায় পাঁচবিবি থানায় হত্যা মামলা দায়ের হয়। এজাহার নামীয় আসামিরা পালিয়ে বগুড়া শহরে আত্নগোপন করে ছিল। গত বুধবার রাতে র্যাব-১২ বগুড়া ও র্যাব-১ গাজীপুর ক্যাম্পের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার ০৩ আসামিকে গ্রেফতার করে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গ্রেফতার এড়াতে কৌশলে বিভিন্ন এলাকায় বসবাস করছিল।
উক্ত গ্রেফতারকৃত আসামিরা হত্যা মামলার ২নং আসামি জয়পুরহাটের পাঁচবিবি জয়হার গ্রামের আয়নাল ইসলাম, ৩নং আসামি আল-আমিন এবং ৪নং আসামি জহুরা বেগম। বগুড়ার গাবতলী পেরিরহাট বাজার, শাজাহানপুরের বেতগাড়ী বাইপাস মোর ও গন্ডপারা এলাকা থেকে গ্রেফতার করা হয়। উক্ত আসামী ০৩ জনকে নিকটস্থ পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।