নিজস্ব প্রতিবেদক সুমা আহমেদ
আজ বহুল প্রচারিত জাতীয় দৈনিক আমাদের প্রতিদিন ও ADP বাংলাtv ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রুবেল আহমেদ সাহেবের মায়ের ৮ম মৃত্যু বার্ষিকী। ২০১৬ সালের ৩ রা রমজান আজকের এই দিনে ইহলোকের মায়া ত্যাগ করে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। শেখ রেজাউল করিম রুবেল এর বাসভবনে তার আত্মার মাগফেরাত কামনা করে মাহফিলের আয়োজন করা হয়েছে । এসময় উপস্থিত থাকবেন শেখ জাউল করিম রুবেল চেয়ারম্যান আমার দেশ প্রতিদিন তার পরিবারের ব্যক্তিবর্গ দুয়ার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উক্ত দেওয়ার অনুষ্ঠানে আমার দেশ প্রতিদিন ও ADP বাংলাtv পরিবারের সকলকে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে বলা হয়েছে। এদিকে আমার দেশ প্রতিদিন ও ADP বাংলাtv পরিবারের পক্ষ থেকে আমার দেশ প্রতিদিন ও ADP বাংলাtv সকল সদস্যগণকে দুই রাকাত করে নফল নামাজ পড়ে দোয়া করার জন্য অনুরোধ করা হয়েছে। এ সময় আমার দেশ প্রতিদিনের চেয়ারম্যান ও প্রকাশক শেখ রেজাউল করিম রুবেল তার মায়ের রুহের আত্মার মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, গত ২০১৬ সালের ০৩ রমজান রোজ শুক্রবারে বিকেল ৩ ঘটিকায় রাজশাহী মেডিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে ৩ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুনাগাহী রেখে গেছেন