ঢাকাSunday , 9 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বগুড়ার শেরপুর শেরুয়া বটতলার রাস্তা, অবৈধ ব্যাবসায়ীদের দখলে,জনদুর্ভোগ চরমে 

    admin
    February 9, 2025 12:40 pm
    Link Copied!

            

    মোঃ মাসুদ ফারুক বাবলু বগুড়া 

    বগুড়া জেলার শেরপুর  উপজেলায় শেরুয়া বটতলা বাজারে সড়কের দু’পাশে  প্রশস্ত ফুটপাত অবৈধভাবে দখল করে গড়ে উঠেছে বিভিন্ন দোকানপাট।, ফলে ফুটপাত ও রাস্তা দিয়ে হাঁটতে স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ পথচারীরা নানা বিড়ম্বনার শিকার হচ্ছে। রাস্তা দিয়ে চলাফেরা করাও কঠিন হয়ে পড়েছে। সব সময় যানজট লেগেই আছে, ভোগান্তি বাড়ছে পথচারীদের। এতে করে,যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে শেরপুর উপজেলা  নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের  শেরুয়া বটতলা ভায়া ভবানীপুর  রোডের মৎস্য অফিস পর্যন্ত সড়কের দুপাশে পুরো ফুটপাত দখল করে বিভিন্ন ভাজিপুরির হোটেল, কাঁচামাল-সবজিও কাঁচামাল দোকানসহ নানা ধরনের দোকানপাট বসেছে। স্থানীয়রা জানান, ফুটপথ দখলে থাকায় সড়কের ওপরে সব সময় সিএনজি, ভ্যান, রিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক চলতে যানজটের সৃষ্টি হয়। অবৈধভাবে গড়ে উঠা এসব দোকানপাটের কারণে এমনিতেই রাস্তা সংকুচিত হয়ে গেছে, তার উপর এসব যানবাহনের কারণে এ পথে চলাচল করা দুঃসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে পথচারী ও চালকদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই আছে সারাক্ষণ। প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। অথচ এসব দোকানপাটের জন্য বাজারে রয়েছে নির্দিষ্ট জায়গা। সেখানে তারা বসতে রাজি না।

    স্থানীয় বাসিন্দা সোহাগ আলী,বেলাল হোসেনসহ একাধিক পথচারী ও শেরপুর উপজেলা চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলীমুল রেজা হিটলার  জানান, এ এলাকায় বর্তমানে ৫০ টিরও অধিক অটো রাইস মিল ও ডয়ার অটো রাইস মিলসহ বিভিন্ন ধরনের শিল্প কল কারখানা গড়ে উঠেছে। এ সব রাইস মিলের ধান- চাউল পরিবহনে এ বাজারের স্থানে গাড়ী পারাপারের সময় ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকতে হয়। তাছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের উপমহাদেশের ঐতিহাসিক তীর্থস্থান মা ভবানীপুর মন্দিরের যাতায়াতের গুরুত্বপূর্ণ রাস্তাও এটি বটে। এই এলাকার হাতিগারা নামক স্থানে একটি বিনোদন পার্ক রয়েছে।  এই পার্কে যাতায়াতের রাস্তাও এটি। 

    অভিযোগ আছে, রাস্তার দুই পাশের নির্মানাধীন মার্কেটের মালিক ও পজিশন নেওয়া   ভাড়াটিয়ারা এসব অবৈধ দোকানপাটের সুবিধাভোগী। মার্কেটের পজিশনের ভাড়াটিয়ারা তাদের সামনের সরকারি রাস্তা দিনে ৫০ থেকে ১০০ টাকা হারে ভ্রাম্যমাণ দোকানদারদের ভাড়া দেয়। শেরুয়া বটতলা বাজার কমিটির সভাপতি আব্দুল বারী মির্জা ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মিন্টুর  সাথে যোগাযোগ করা হলে তারা জানান, এসব অবৈধ ফুটপাত দখলকারী  ব্যবসায়ীদের বার বার নোটিশ করা শর্তেও  তারা কোন কর্ণপাত করে না। এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা  হলে জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST