স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় গতকাল সোমবার দিবাগত রাত ১০টার সময় বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার নওদাপাড়া টিএমএস (ঠেঙ্গামারা) সিএনজি পাম্পের সামনে স্বজনের লাশ দাফন করে বাড়ি ফেরার পথে ট্রাকের চাপায় সদরের দশটিকা দক্ষিণপাড়া এলাকার সবুজ সরকারের স্ত্রী রেহেনা বেগম (৩০) নামের মোটরসাইকেল আরোহীর নিহত হয়। এতে তাঁর স্বামী সবুজ সরকার গুরুতর আহত হয়। এসময় উক্ত ঘটনায় ট্রাকসহ চালককে গ্রেফতার করেছে পুলিশ।
এবিষয়ে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় যে, গতকাল সোমবার সন্ধ্যায় সবুজ সরকার তাঁর স্ত্রী রেহেনা বেগমকে নিয়ে মোটর সাইকেল যোগে মহাস্থানে তাঁদের এক স্বজনের মরদেহ দাফন করতে যান এবং দাফন শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। উক্ত সময় সবুজ সরকার টিএমএসএস (ঠেঙ্গামারা) পাম্প থেকে মোটরসাইকেলের জ্বালানি তেল নেয়ার পর বগুড়া-রংপুর মহাসড়ক পার হচ্ছিল। এসময় একটি ঘাতক ট্রাক দ্রুত এসে ওই মোটর সাইকেল আরোহীকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই রেহেনা বেগম মারা যায় এবং তার স্বামী সবুজ সরকার গুরুতর আহত হয়।
তিনি আরও জানায় যে, উক্ত মরদেহ টিএমএসএস (ঠেঙ্গামারা) থেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় যথাযথ আইনগত বিধি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান।