আব্দুল জাহির মিয়া হবিগঞ্জ জেলা প্রতিনিধি ঃ
সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশ চা বাগানের লোকজন বিভিন্ন জাল দিয়ে মাছ ধরেছে। তারা ছোট মাছের পাশাপাশি বড় বড় মাছ পেয়ে আনন্দে বাড়ি ফিরেছেন।
উপজেলার এনটিসি কোম্পানীর মালিকানাধীন চন্ডিছড়া চা বাগানের অভ্যান্তরে অবস্থিত বিশাল আকৃতির লেক রয়েছে। যা পরীবিল নামে পরিচিত। এ বিলটিতে সাদা পদ্ম ও লাল শাপলা পদ্ম ফুটে। প্রতি বছর বিপুল পরিমান পর্যটক পরীবিল দেখতে আসে। গত কয়েক বছর ধরেই এ বিলে সাদা পদ্ম ও লাল পদ্ম কমতে থাকে। কারণ পৌষ মাঘ আসলেই এ বিলে মাছ ধরার কারণে পদ্ম উঠিয়ে ফেলা হয়। এবারও সাদা পদ্ম উঠিয়ে এ বিলে মাছ ধরার উৎসব চলে। শনিবার সকাল থেকে বাগানের শত শত লোক বিলটিতে স্থানীয় বিভিন্ন জাল নিয়ে মাছ ধরেন। সকাল থেকে বিকেল পর্যন্ত তারা মাছ ধরেন। অনেকেই ছোট ছোট মাছের পাশাপাশি বড় বড় মাছ পেয়েছেন। রুই কাতলা, মৃগেল, চিতল, শিং মাগুর. কৈসহ নানা প্রজাতির মাছ ধরেছেন।
সাবেক ইউপি মেম্বার জুয়েল মিয়া বলেন, তিনি বড় একটি চিতল মাছ পেয়েছেন। এছাড়া রুই, কাতলা. কার্প ও শিং জাতীয় বেশ মাছ পেয়েছেন। একই ভাবে বাগানের অনেকেই মাছ ধরতে পেরে বেশ খুশি।