নিজস্ব প্রতিবেদক শেখ রুবেল আহমেদ
পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়ন এর কামালপুর উচ্চ বিদ্যালয় এর এডহক কমিটির সভাপতি প্রার্থী জাকারিয়া সুলতানা বেবির সমর্থনে ইউনিয়ন বিএনপির গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে, উক্ত গণ মিছিলে ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা দাবি করেন প্রয়াত সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আমজাদ হোসেন পান্নুর জ্যৈষ্ঠ পুত্রবধূ জাকারিয়া সুলতানা বেবি একজন সৎযোগ্য প্রার্থী আমরা দল-মত নির্বিশেষে সবাই তাকে সমর্থন করি এবং আমরা আশা করি তিনি হাটখালী ইউনিয়নের এই অবহেলিত উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করলে বিদ্যালয়টি একটি সৎ নিষ্ঠাবান অভিভাবক পাবে, তাই আমরা আশা করি দ্রুত এডহক কমিটির গঠন করে জাকারিয়া সুলতানা বেবিকে সভাপতি হিসেবে ঘোষণা করা হোক, এ সময় হাটখালি ইউনিয়ন বিএনপির নেতা মিলন বলেন পাবনা জেলা এবং সুজানগর উপজেলার বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কে আমি অনুরোধ করছি আপনারা যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচিত করুন, তিনি আরো বলেন আমার বাবা প্রয়াত আমজাদ হোসেন পান্নু নির্বাচিত হাটখালী ইউনিয়নের সফল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আমার বাবার হাতে এই বিদ্যালয়ে অনেক উন্নয়নমূলক কাজ করেছিলেন তিনি তাই আমার পরিবার থেকে আমরা আমার বাবার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার লক্ষ্যেই আমার পরিবারের পক্ষ থেকে সভাপতি প্রার্থী হয়েছি তাই, সুজানগর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস ও সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু ও বর্তমান আহ্বায়ক কমিটির আহবায়ক আলহাজ্ব আলী বিশ্বাস ও সদস্য সচিব শেখ আব্দুর রউফ কে আমি সবিনয় অনুরোধ করছি আপনারা জনগণের ভাষা বোঝুন এবং জনগণ যেটা চায় আপনারা জনগণের মতকে রায় দিন এবং বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি অনুরোধ আপনারা যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচিত করে বিদ্যালয়টির উন্নয়ন এবং দুর্নীতি মুক্ত একটি প্রতিষ্ঠান করার লক্ষ্যে আমাদেরকে সহযোগিতা করুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন হাটখালী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ