ঢাকাMonday , 13 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরে বাহাদুরপুর জেস গার্ডেন পার্কের ভেতর আওয়ামী দুঃশাসনে কারাবরণ নির্যাতিতদের ব্যতিক্রমী মিলনমেলা অনুষ্ঠিত

    admin
    January 13, 2025 8:06 pm
    Link Copied!

    মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন
    যশোর জেলা প্রতিনিধি
    দৈনিক আমার দেশ প্রতিদিন

    যশোর নগর ও সদর উপজেলা বিএনপির ব্যতিক্রম এক মিলনমেলা হয়ে গেল। এ মিলনমেলায় অংশ নিয়েছিলেন আওয়ামী দুঃশাসনে মামলা, হামলা, জেল জুলুমের মাধ্যমে রাজনৈতিক নিপীড়নের শিকার হাজারো বিএনপির নেতাকর্মীরা। তাদের সাথে অংশ নিয়েছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী, জাসদ, ইসলামী আন্দোলনসহ সমমনা বৈষময় বিরোধী ছাত্র অন্য রাজনৈতিক দলের নেতারা অভিনব এ আয়োজন মিলিত হয়ে আনন্দ উল্লাসে সময় কাটিয়ে খুশি সকলে। নেতাদের দাবি, এ উদ্যোগ রাজনৈতিক সহকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে ভূমিকা রাখবে।আওয়ামী দুঃশাসনে গত ১৬ বছরের সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন বিরোধী মতের নেতাকর্মীরা। রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপি জামায়াতের নেতাকর্মীদের কোণঠাসা করতে দেয়া হয়েছে একাধিক মামলা। একেকজন নেতাকর্মীর বিরুদ্ধে ৪০’র অধিক মামলা দেয়া হয়েছে। এসব মামলায় কারান্তরীণ থাকার পাশাপাশি বাড়ি ছেড়ে পলাতক জীবনযাপনে বাধ্য হয়েছেন তারা। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এলাকায় ফিরেছেন তারা। নিপীড়িত এসব নেতাকর্মীদের এক জায়গায় করতে ও দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিতে যশোর সদর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় মিলনমেলার। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি জামায়াত ’ইসলামী, জাসদ, ইসলামী আন্দোলনসহ সমমনা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা এ মিলন মেলায় মিলিত হয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন। সেইসঙ্গে গত ১৬ বছরের যাপিত জীবনের স্মৃতিচারণ করেন। তারা জানান, এমন আয়োজন অংশ নিতে পেরে তারা অত্যন্ত খুশি।বিএনপিকর্মী অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু বলেন, ‘আমি আইনজীবী হয়েও আওয়ামী মামলা, জেল জুলুম থেকে রেহাই পাইনি। আমাকে ২৬টি মামলায় আসামি করা হয়েছে। আজকে আমার মতো নির্যাতিত জেলখাটা নেতাকর্মীরা এখানে একত্রিত হয়েছে। এটা আমাদের আগামীতে ঐক্যবদ্ধ থাকতে সাহায্য করবে।’জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সল বলেন, ‘আমার বয়স চল্লিশ অথচ আমি ৪২ মামলার আসামি। রাজনৈতিক হয়রানিমূলক এসব মামলায় অসংখ্যবার কারাগারে গেছি। মাসের পর মাস বাড়ি ছেড়ে পালিয়ে বেড়িয়েছি। ১৭ বছরের আন্দোলনের চুড়ান্ত ফল এনে দিয়েছে ছাত্র জনতার গণঅভ্যুথান। শেখ হাসিনার পতনের পর ৮০ শতাংশ ক্লান্তি দূর হয়েছে। আজকের মিলন মেলায় আমরা আবেগ আপ্লুত এবং সকল গ্লানি মুছে গেছে।’জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, ‘আজকের আয়োজনে এসে খুব ভালো লাগছে। আমি ৪৩ টি মামলায় দীর্ঘদিন কারাভোগ করেছি। আমার সাথে যারা আন্দোলন সংগ্রামে ছিল, জেলে খেটেছে তাদের সাথে আজ দেখা হয়েছে, কুশল বিনিময় হয়েছে, ভালো লাগছে। এটি ব্যতিক্রমী অনুষ্ঠান। আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আজকের এ অনুষ্ঠান থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার শপথ নিচ্ছি।’জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘আমার নামে ৪৩টা মামলা রয়েছে। বহুবার জেলখানায় গিয়েছি। এখানে যারা আসে তাদের অনেকের সাথে আমি জেল খেটেছি। ভালো লাগছে আজকে সবার সাথে দেখা হয়ে। এখানের সকলেই একই রকম নির্যাতনের শিকার।বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘গত ১৬ বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সারা দেশের লাখ লাখ বিএনপি নেতাকর্মী মামলা, জেল জুলুমের শিকার হয়েছেন। আমাদের যশোর সদর উপজেলার আড়াই হাজারের অধিক নেতাকর্মী হয়রানীমূলক মামলার শিকার হয়েছেন। তারা জেলে গেছেন এবং শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। ৫ আগস্ট ফ্যাসিবাদের পতনের পর আমরা মনে করেছি, রাজপথে যাদের অবদান ছিল, দেশের স্বার্থে যারা আত্মত্যাগ করেছেন তাদেরকে সম্মান দেয়া উচিত। তাদের একত্রিত করে ঐক্যবদ্ধ শক্তি গড়া উচিত। যাতে করে আগামীর বাংলাদেশ পুনর্গঠনে আমরা কাজ করতে পারি।যশোর জেলা জামায়াতে ইসলামের আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, ‘বিএনপি নির্যাতিত নেতাকর্মীদের নিয়ে যে মিলনমেলা করছে সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। গত ১৫-১৬ বছরে যারা নির্যাতিত হয়েছে তাদেরকে মূল্যায়ন করা হলো। আমাদেরকেও এখানে আমন্ত্রিত করায় আমরা ধন্যবাদ জানাচ্ছি। যশোরে জামাত ও বিএনপি’র বিরুদ্ধেই সবচেয়ে বেশি মামলা ছিল। সবচেয়ে বেশি এই দুই দলের নেতাকর্মীরা কারাবরণ করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে একই সাথে ছিলাম, এখনও আছি। আমরা জাতীয় ঐক্য চাই। আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকি তাহলে নতুনভাবে কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না।’’যশোর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান বলেন, ‘এটা একটি প্রশংসনীয় উদ্যোগ। আমাদের দেশের রাজনৈতিক কালচারটা কাঁদা ছোড়াছুড়ির। পরস্পর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে যে রাজনীতি করা যায় আজকের অনুষ্ঠান তার প্রমাণ। আমরা যে গণতন্ত্রের কথা বলছি, সব মত পথের সহাবস্থান নিশ্চিত করতে এ ধরনের অনুষ্ঠানের দরকার।
    প্রসঙ্গত, দুপুরে খাবারে টেবিলে এ মিলন মেলায় অংশ নিয়েছিল প্রায় ৫ হাজার নেতাকর্মীরা’

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST