বাঞ্ছারামপুর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। ৮ ডিসেম্বর ( বুধবার) বিকালে ফরদাবাদ ইউনিয়ন বিএনপি কার্যালয়ে দোয়া মিলাদের আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম স্বপন সিকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আবুল খায়ের, ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী আলাউদ্দিন, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ( মোকাদৌস), ৫নং ওয়ার্ডের বিএনপি সভাপতি রঙ্গু মিয়া, সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বক্তব্যে সভাপতি নজরুল ইসলাম স্বপন সিকদার বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন অবস্থান করছেন। আমরা সকলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করব। আল্লাহপাক যেন বেগম খালেদা জিয়া তথা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অতি দ্রুত স্বুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। তিনি আরো বলেন, আমরা বাঞ্ছারামপুরে মেহেদী হাসান পলাশ ও এম এ মুছার নেতৃত্বে বিএনপির হাতকে শক্তিশালী করতে সকলে একতাবদ্ধ হয়ে কাজ করব। শহীদ জিয়ার আদর্শ বুকে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে সামনের দিনগুলোতে সকলে মিলেমিশে কাজ করে যাব। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত সকলের মধ্যে তবারক বিতরন করা হয়।