আব্দুল জাহির মিয়া হবিগঞ্জ জেলা প্রতিনিধি ঃ চুনারুঘাট থানা পুলিশের অভিযানে ২কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারী কে আটক করেছে পুলিশ।
অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,একটি পুরাতন নম্বরবিহীন লাল ও কালো রংয়ের Freedom Royal+ মটর সাইকেল যোগে ২ জন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বহন করিয়া সাদ্দাম বাজার হইতে চুনারুঘাট বাজারের দিকে আসছে। সংবাদের ভিত্তিতে চুনারুঘাট পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ বাল্লা ক্রস রোড জনৈক আব্দুস সালাম নিবাস এর সামনে গাড়ী তল্লাশীকালে বর্ণিত মটর সাইকেল আটক করিয়া আসামী মোঃ ময়না মিয়া (৫৫), পিতা-আবু মিয়া, সাং-কাপুরিয়া, ৭নং উবাহাটা ইউ/পি,শাহীন মিয়া (৩৫), পিতা-মৃত তমিজ উদ্দিন, সাং-মহিমাউড়া, ৫নং শানখলা ইউ/পি, উভয় থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জদ্বয়ের হেফাজত হইতে ২ (দুই) কেজি গাঁজা ও বহনকাজে ব্যবহৃত মটর সাইকেলটি জব্দ করা হয়।