★বগুড়ায় শ্রমিক লীগের সাবেক নেতা গ্রেফতার★
স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় গত ২৪শে ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায় যে, মঙ্গলবার রাত ০৩টার সময় জেলা ডিবি পুলিশের চৌকস টিম এক বিশেষ অভিযান চালায়। এতে হত্যাসহ একাধিক মামলার পতালক ও দুদকের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি বগুড়া শহর শাখা শ্রমিক লীগের সাবেক আহবায়ক তুফান সরকারকে গ্রেফতার করা হয়।
উক্ত অভিযানটি বগুড়ার পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা’র সার্বিক দিক নির্দেশে বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ এর নেতৃত্বে বগুড়া ডিবি পুলিশের চৌকস একটি টিম বিশেষ অভিযান চালিয়ে বগুড়া সদরের আলোচিত মতিন সরকারের ভাই হত্যাসহ একাধিক মামলার পতালক ও দুদকের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী বগুড়া শহর শাখা শ্রমিক লীগের সাবেক আহবায়ক চক-সূত্রাপুর কসাইপাড়া (চামড়া গুদাম) এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে তুফান সরকারকে রাত ০৩টার সময় নিজ বসতবাড়ি থেকে বগুড়া সদর থানার নং-৩৫ মামলায় গ্রেফতার করা হয়েছে। আসামীর অপর ভাই শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ সোহাগ সরকারকে কয়েক দিন আগে ডিবি বগুড়া কর্তৃক গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। অপর ভাই শীর্ষ সন্ত্রসী মতিন সরকারকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।
এছাড়াও গ্রেফতারকৃত আসামী তুফান সরকারের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ইতিপূর্বেও একাধিক হত্যা, খুন, ধর্ষণ, অপহরণ, চাঁদাবাজি, বিষ্ফোরক, মাদক ও দূর্নীতিসহ সর্বমোট ১৪টি ফৌজদরি আইনে মামলা চলমান আছে। আলোচিত তুফান সরকার ২০১৭ সালে নারীকে নির্যাতন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য সারাদেশে ব্যপক আলোচনায় আসে। উক্ত গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।