বাঞ্ছারামপুর প্রতিনিধি
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই। তারুণ্যের উৎসব ২০২৫ প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে সোমবার ( ২৩ ডিসেম্বর) বেলা ১১ ঘটিকায় বাঞ্ছারামপুর সরকারী এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বালক দলের খেলাটি অনুষ্ঠিত হয়। এর আগে ১০ ঘটিকায় বালিকা দলের খেলা অনুষ্ঠিত হয়েছে। থানা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন, সহকারী (ভুমি) কমিশনার নজরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল আজিজ,শিক্ষক সমিতির সভাপতি সেলিম রেজা, বাঞ্ছারামপুর প্রেসক্লাব সভাপতি মোল্লা মোঃ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক শামীম শিবলী। খেলার প্রথমার্ধে ৬২নং পূর্বহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে এগিয়ে থাকে এবং দ্বিতীয়ার্ধে মধ্যেনগর প্রাথমিক বিদ্যালয় প্রাণপন চেষ্টা চালায়ি গোল করতে ব্যর্থ হয়। খেলার দ্বিতীয়ার্ধে আবারো পূর্বহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় একাদশের চতুরতায় দ্বিতীয় গোল করে জিদান বেগ। জিদান বেগের দেয়া গোলে ২-০ তে এগিয়ে থাকে পূর্বহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়। খেলার শেষ পর্যন্ত ২-০ গোলে জয় লাভ করে পূর্বহাটি প্রাথমিক বিদ্যালয় একাদশ। খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেয়া হয়। চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল মনসুর। পূর্বহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরে আলম সিদ্দিকী বলেন, আমার বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়াতে আমি মহা খুশি। এ জয় আমার বিদ্যালয়ের সুনাম বয়ে আনবে। যাদের অক্লান্ত পরিশ্রমে এ জয় পেয়েছি তাদের কে আমার আন্তরিক অভিনন্দন। যারা সহযোগিতা করছেন তাদেরকে জানাচ্ছি বিজয়ের লাল শুভেচ্ছা।