বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে বাংলাদেশ শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যা বাংলাদেশে ক্ষুদ্র ও কুটির শিল্প বিকাশের লক্ষ্যে কাজ করে থাকে। সেই সূত্র ধরেই প্রতি বছরের ন্যায় আগামী ১০ দিনের জন্য “বিসিক উদ্যোক্তা মেলা”র শুভ উদ্বোধন এর আয়োজন করা হয়েছে।তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হোসনা আফরোজা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-জেলা পুলিশ সুপার (এসপি) জেদান আল মুসা, বগুড়া পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, বিসিক এর পরিচালক মীর শাহে আলম।
উক্ত মেলার সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) বগুড়ার ডিজিএম মাহফুজুর রহমান। এছাড়াও উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন শ্রেণী পেশার উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।